লন্ডন স্টেডিয়ামে শনিবারের ম্যাচটি জিতে পয়েন্ট তালিকার চার নম্বরে নিজেদের অবস্থান শক্ত করেছে টমাস টুখেলের দল।
৩৩ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে ৫৮ পয়েন্ট চেলসির। সমান ম্যাচে ১৬ জয় ও সাত ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচে ওয়েস্ট হ্যাম।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে চেলসি।
ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণে সুবিধা করতে পারছিল না স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। ৪৩তম মিনিটে এগিয়ে যায় আগের রাউন্ডে ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করা দলটি। বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে নিচু ক্রস দেন বেন চিলওয়েল। কাছ থেকে ডান পায়ের শটে সহজেই লক্ষ্যভেদ করেন ভেরনার।
দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারায় সফরকারীরা। তবে সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর। ডেভিড ময়েসের দলও সুযোগ পেয়েছিল সমতা টানার।
৮১তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ওয়েস্ট হ্যাম। চিলওয়েলকে মারাত্মক ফাউল করায় ডিফেন্ডার ফাবিয়ান বালবুয়েনাকে ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখান রেফারি।
দিনের প্রথম ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ ড্র করা গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।
সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তারা ১১ পয়েন্টে এগিয়ে। এক ম্যাচ কম খেলেছে ইউনাইটেড।
ইউনাইটেডের সমান ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে লেস্টার সিটি।