কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল জানান, রোবরাব রাতে উপজেলার গোপালপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত রনি ওই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।
ওসি ইশতিয়াক প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, সম্প্রতি তোফাজ্জেলের স্ত্রী অন্য একজনকে বিয়ে করে চলে গেছে। এর পর থেকে তোফাজ্জেল মানসিকভাবে ভেঙে পড়েন।
“এ কারণে তিনি ছেলেকে গলা কেটে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তোফাজ্জেলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি ইশতিয়াক।