ক্যাটাগরি

সুপার ওভার রোমাঞ্চে জিতল দিল্লি

চেন্নাইয়ে রোববার রাতে মূল ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের দৃঢ়তায় ৪ উইকেটে ১৫৯ রান করে দিল্লি। ৭ উইকেট হারিয়ে ঠিক ১৫৯ রান করে হায়দরাবাদও।

সুপার ওভারে ৮ রানের লক্ষ্য শিখর ধাওয়ান ও রিশাভ পান্তের সৌজন্যে ছুঁয়ে ফেলে দিল্লি।

এর আগে রান তাড়ায় হায়দরাবাদকে অনেকটা একাই টানেন কেন উইলিয়ামসন। শেষ দুই ওভারে দলটির প্রয়োজন ছিল ২৮ রান। আভেশ খানের করা ১৯তম ওভারে শেষ তিন বলে জগদিশা সুচিথের দুই বাউন্ডারিতে আসে ১২ রান।

শেষ ওভারে চাই ১৬। কাগিসো রাবাদা শুরুতেই দেন ওয়াইড। এরপর চার মেরে ব্যবধান কমান উইলিয়ামসন। দ্বিতীয় বলে বাই থেকে ১ রান আসার পর শর্ট বল মিড উইকেটের ওপর দিয়ে ছক্কায় ওড়ান সুচিথ।

৩ বলে দরকার ৪ রান। পরের বলে আবারও বাই থেকে ১ রান। পঞ্চম বলে উইলিয়ামসন নিতে পারেন কেবল সিঙ্গেল। শেষ বলে সুচিথের লেগ বাই থেকে ১ রান এলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

এখানে বাঁহাতি স্পিনার আকসার প্যাটেলের প্রথম দুই বলে ডেভিড ওয়ার্নার নিতে পারেন কেবল ১ রান। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকান মূল ম্যাচে ৬৬ রান করা উইলিয়ামসন। পরের বলে আসেনি কোনো রান। পঞ্চম বলে লেগ বাই থেকে ১ রান। শেষ বলে ওয়ার্নার নিয়েছিলেন ডাবল। কিন্তু প্রথম রান নেওয়ার সময় তার ব্যাট লাইন ক্রস না করায় কেটে নেওয়া হয় এক রান। শেষ পর্যন্ত এটাই হয়ে ওঠে মহাগুরুত্বপূর্ণ।

সুপার ওভারে হায়দরাবাদও বল তুলে দেয় স্পিনারের হাতে। লেগ স্পিনার রশিদ খানের প্রথম দুই বলে আসে ২ রান। তৃতীয় বল রিভার্স সুইপ করে চার মারেন পান্ত।

৩ বলে দরকার ২। চতুর্থ বলে আসেনি কোনো রান। পরের বলে স্লগ সুইপের চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি পান্ত, লেগ বাই থেকে আসে ১ রান। শেষ বল সুইপ করতে চেয়ে ব্যাটে খেলতে পারেননি ধাওয়ানও। বল লাগে তার প্যাডে। লেগ বাই থেকে ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন দুই ব্যাটসম্যান।

মূল ম্যাচে ৩৯ বলে ৫৩ রানের জন্য ম্যাচ সেরা হন দিল্লির ওপেনার পৃথ্বী শ। তার সঙ্গী ধাওয়ান ২৮, অধিনায়ক পান্ত করেন ৩৭ রান। ২৫ বলে ৩ চার ও একটি ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন স্টিভেন স্মিথ।     

সংক্ষিপ্ত স্কোর:

দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৫৯/৪ (পৃথ্বী ৫৩, ধাওয়ান ২৮, পান্ত ৩৭, স্মিথ ৩৪*, হেটমায়ার ১, স্টয়নিস ২*; খলিল ৪-০-৪২-০, অভিষেক ১-০-১৪-০, সিদ্ধার্থ ৪-০-৩১-২, সুচিথ ৪-০-২১-০, শঙ্কর ৩-০-১৯-০, রশিদ ৪-০-৩১-১)

সানরাইজার্স হায়দরাবাদ: ২০ ওভারে ১৫৯/৭ (ওয়ার্নার ৬, বেয়ারস্টো ৩৮, উইলিয়ামসন ৬৬*, বিরাট ৪, যাদব ৯, অভিষেক ৫, রশিদ ০, শঙ্কর ৮, সুচিথ ১৪*; রাবাদা ৩-০-২৫-০, অশ্বিন ৪-০-২৭-০, স্টয়নিস ১-০-১২-০, আকসার ৪-০-২৬-২, আভেশ ৪-০-৩৪-৩, মিশ্র ৪-০-৩১-১)

ফল: টাই, দিল্লি ক্যাপিটালস সুপার ওভারে জয়ী

ম্যান অব দা ম্যাচ: পৃথ্বী শ।