নারায়ণগঞ্জের
রূপগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী আর রাজশাহী, গোপালগঞ্জ ও যশোরে নিহত
হয়েছেন একজন করে।
সোমবার
সকালে এবং রোববার রাতে এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের
রূপগঞ্জ উপজেলায় কভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
তারা
হলেন- রূপগঞ্জ উপজেলার ভুলতা পাচাইখা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রকি মিয়া ও কুমিল্লার
বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে সেফায়েত উল্লাহ সালমান (২৭)।
কাঁচপুর
হাইওয়ে থানার ওসি মনিরুজামান বলেন, সোমবার ভোরে সেফায়েত ও রকি কাঁচপুর থেকে মোটরসাইকেলে
করে বাড়ি যাওয়া পথে তারাবো পৌরসভার রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি কভার্ড ভ্যান
চাপা দেয়। ঘটনাস্থলে সেফায়েতের মৃত্যু হয়। আর রকি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পুলিশ
কভার্ড ভ্যানের চালক মিজানুর রহমানকে (২৫) আটক করেছে বলে জানান ওসি।
রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুর
খননের মাটি পরিবহনের সময় ট্রাক্টর উল্টে একজন নিহত হয়েছেন।
নিহত মো. মেরাজ
(২৮) রাজশাহীর কাটাখালী থানার কিসমত কুখণ্ডী গ্রামের মো. দুলালের ছেলে।
মতিহার থানার
ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, সোমবার ভোরের দিকে রাজশাহী শহরের চৌদ্দপায়
এলাকায় তিনি নিহত হন।
পুলিশ জানায়,
বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর খননের মাটি পরিবহন করে নিয়ে যাচ্ছিল ট্রাকটি। পথে
চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরে থাকা মেরাজ নিহত হন।
গোপালগঞ্জ
গোপালগঞ্জে
মোটরসাইকেলে ট্রকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
নিহত
মোস্তাফিজুর রহমান পাভেল (২৩) জেলার কাশিয়ানী উপজেলার মাজরা গ্রামের মফিজুর রহমানের
ছেলে।
ভাঙ্গা
হাইওয়ে থানার এসআই মনির আহমেদ জানান, পাভেল ও তার ভাই সোহেল রানা (২৫) রোববার রাত ৯টার
দিকে মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়ায় বোনের বাড়ি যাচ্ছিলেন। পথে পাথালিয়ায় মোটরসাইকেলে
ট্রাক ধাক্কা দিলে পাভেল ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময়
আহত হন সোহেল রানা। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই মনির।
যশোর
যশোরের
বেনাপোল বাজারের কাছে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত
কোব্বাত আলী (৫৫) বেনাপোল ইউনিয়নের কাগমারী গ্রামের আয়ুব আলী শেখের ছেলে। তিনি ঘড়ি
মেরামত করতেন।
বেনাপোল
বন্দর থানার এসআই মুরাদ হোসেন প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, সোমবার সকালে বেনাপোল বাজারের
কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল
আরোহী কোব্বাত আহত হন। স্থানীয়রা তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে
তিনি মারা যান।
ঘটনার
পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান এসআই মুরাদ হোসেন।