ক্যাটাগরি

বাসাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ, হত্যার অভিযোগ

বাসাইল
থানার ওসি হারুনুর রশিদ জানান, মঙ্গলবার সকালে উপজেলার কাশিল পশ্চিমপাড়ায় শ্বশুরবাড়ি
থেকে এই নারীর লাশ উদ্ধার করা হয়।  

২৪ বছর
বয়সী এই নারীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তার স্বজনের অভিযোগ।

এই গৃহবধূর
মা সাংবাদিকদের জানান, প্রায় পাঁচ বছর আগে বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়ার দুবাই
প্রবাসী কবির মিয়ার সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন গ্রামের এই
মেয়ের বিয়ে হয়।

বিয়ের পর
থেকেই যৌতুক দাবিতে তার শাশুড়ি ও দুই ননদ তার উপর অত্যাচার চালিয়ে আসছিলেন বলে
অভিযোগ এই তরুণী গৃহবধূর মায়ের।

তিনি
আরও অভিযোগ করেন, এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূকে এই ননদ মিলে মারধর করেন।
মঙ্গলবার সকালে তার বসত ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। 

স্থানীয়
ইউপি সদস্য আক্কাছ মিয়া বলেন, “পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এটা হত্যা না
আত্মহত্যা কিছু বলা যাচ্ছে না।”

বাসাইল
থানার ওসি হারুনুর রশিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় প্রাথমিকভাবে
একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।