ক্যাটাগরি

গাজীপুরে তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা

শুক্রবার কাপাসিয়া
উপজেলার তরগাঁও, রাওনাট ও আমরাইদ বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা
নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা।

ইউএনও মোসা. ইসমত আরা
জানান, পশু জবাই করার আগে পশুর শারীরিক পরীক্ষার অনুমোদনপত্র, ট্রেড লাইসেন্স ও মূল্য
তালিকা না থাকায় পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইনে তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা
করা হয়েছে।

এই সময় ভ্রাম্যমাণ
আদালতকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া।