ক্যাটাগরি

চটেছেন ‘গোয়েন্দা গিন্নি’ ইন্দ্রানী

২০২০ সালে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর বেশ কড়াকড়ি শুরু হয় সারাবিশ্বের মিডিয়া পাড়ায়। বছর শেষে করোনাভাইরাসের তাণ্ডব একটু কম বোধ হওয়ায় আবার কাজ শুরু হয়।

কিন্তু সম্প্রতি আবার বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। সবচেয়ে বেশি শিরোনামে আসছে ভারতের নামই।

টালিগঞ্জের বাসিন্দারাও শুটিং-এ গিয়ে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে অনেকেই ধকল সামলে উঠেছেন। আক্রান্ত হয়েছে ইন্দ্রানীর সহকর্মীরাও। “শ্রীময়ীর’ কলাকুশলীও আক্রান্ত।

এমন অবস্থাতেও শুটিং-এ বিধি নিষেধ মানা হচ্ছে না এই অভিযোগ করেছেন ইন্দ্রানী। কোনও রকমের ‘সতর্কতা’ ছাড়াই শুটিং হচ্ছে বলে চটেছেন। এবং ঘোষণা দিয়েছেন, নিয়ম না মানলে তিনি শুটিং করবেন না।

ওদিকে শুটিং স্পটে এমন অনিয়মের পেছনেও নির্বাচনের প্রভাব আছে বলে তিনি মনে করেন।

একটি সাক্ষাৎকারে বলেন, ২মে’র আগে কেউ কিছু বলবে না।

বর্তমানে ’শ্রীময়ী’ সিরিয়ালের সঙ্গে সংযুক্ত ইন্দ্রানী অচীরেই গোয়েন্দা গিন্নি সিজন টু’য়ের শুটিং শুরু করার আশা রাখেন।

এছাড়াও ওয়েব প্লাটফর্মেও কাজ করবেন বলে জানান ইন্দ্রানী হালদার।