ক্যাটাগরি

ঝিনাইদহে স্কুল ভবনে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বুধবার দুপুরে গলিত এই লাশ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান।

ওসি জানান, দুপুরে স্কুলের বারান্দায় শিশুরা খেলতে গিয়ে দুর্গন্ধ পায়। পরে স্থানীয়রা কম্বল মোড়ানো একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ”ওই ব্যক্তির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।”