রোববার ভোরে উপজেলার বৈদারাপুর এলাকার ঝালকাঠি-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঝালকাঠি ফায়ার স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে শহিদুল বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন।
“পরে ৯৯৯ এ এবং জেলা স্টেশনের ফোরে খবর পেয়ে ভোর সাড়ে ৫ টার দিকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই।”
আহতরা সবাই শঙ্কামুক্ত এবং খাদে পড়া বাসটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।