শনিবার রাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে রোববার তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদপত্রটি লিখেছে, দুর্ঘটনায় এ অভিনেত্রীর বড় কোনো আঘাত লাগেনি, পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছিল।
হাসপাতালের বিবুতিতে বলা হয়েছে, মালাইকা কপালে সামান্য আঘাত পেয়েছেন। সিটি স্ক্যান ভালো এসেছে এবং তিনি বর্তমানে ঠিক আছেন।
মালাইকার বোন অমৃতা অরোরা টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, তার বোন ভালো আছেন এবং বাড়িতে আছেন।
শনিবার রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় সড়ক দুর্ঘটনায় পড়েন মালাইকা। একটি বাস এবং দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছিল। তখন একটি গাড়ি এসে মালাইকার গাড়িকে ধাক্কা দেয়।
খোপোলি থানার পুলিশ কর্মকর্তা হরেশ কালসেকার বলেছেন, তারা দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়ির নিবন্ধন নম্বর পেয়েছেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।
সালমান খানের ভাই আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা বর্তমানে একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে আছেন। তিনি এখন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।