অর্ধশতাধিক
সিনেমা এবং ২০টির বেশি টিভি শো করার পর এই কানাডিয়ান আমেরিকান অভিনেতার উপলব্ধি,
‘যথেষ্ট’ হয়েছে, এবারে নিরিবিলি জীবন কাটাতে হবে।
গার্ডিয়ান
লিখেছে, সম্প্রতি একটি সাক্ষাতকারে অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ৬০
বছর বয়সী এই কমিক অভিনেতা।
টেলিভিশন শো
‘অ্যাকসেস হলিউড’ এ দেওয়া সাক্ষাতকারে জিম ক্যারি বলেছেন, তিনি মজা করছেন না, এবার
সত্যি থামতে চান।
ওই
অনুষ্ঠানে জিম ক্যারি যখন বললেন, “আমি অবসর নিচ্ছি”, বিশ্বাসই করতে চাইলেন না সঞ্চালক।
“মজা
করছেন না তো?” বিস্মিত সঞ্চালকের এমন প্রশ্নে জিম ক্যারি বলেন, তিনি এবার ‘সিরিয়াস’।
“যদি
কোনো দেবদূত সোনার কালিতে লেখা চিত্রনাট্য এনে বলে যে এটা মানবজাতির
জন্য অত্যন্ত জরুরি একটি জিনিস, তাহলে আমি আবার অভিনয় করতেও পারি। কিন্তু এবার আমি
সত্যিই থামতে চাইছি।”
অভিনয়
থেকে বিদায় নিলেও নিজেকে শিল্পের সঙ্গে সম্পৃক্ত রাখতে চান জিম ক্যারি। ছবি আঁকা
তার পছন্দের কাজ, আগামী জীবনে ক্যানভাসে রঙ লাগানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
“আমি
সত্যিই নিরিবিলি জীবন পছন্দ করি, ভালোবাসি আধ্যত্মিক চর্চায়। আমার মনে হয়, গায়ে
শক্তি থাকা পর্যন্ত কোনো তারকাকে বলতে শোনা যায় না যে ‘যথেষ্ট হয়েছে, আমি অনেক
করেছি’, কিন্তু আমি বলছি, আমার যথেষ্ট আছে, আমি যথেষ্ট করেছি, যথেষ্ট।”
এর
আগেও জিম ক্যারি বড় পর্দা থেকে লম্বা সময়ের জন্য বিরতি নিয়েছেন। ২০১৬ সালে ‘ডার্ক
ক্রাইমস’ এবং ‘ব্যাড ব্যাচ’ এ কাজ করার পর তাকে চার বছর পর দেখা যায় ২০২০ সালে সোনিক
দ্য হেজহগ সিনেমায়।
দি
মাস্ক, ব্রুস অলমাইটি, দ্য কেবল গাই, হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমান, লায়ার
লায়ার, দ্য ট্রুম্যান শো, এবং ইন্টারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ডের মত
সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিম ক্যারিকে মনে রাখবে দর্শক।
এর
মধ্যে দ্য ট্রুম্যান শো এবং ম্যান অন দ্য মুনের জন্য তিনি জিতেছেন গোল্ডেন গ্লোব
পুরস্কার। তবে দীর্ঘ ক্যারিয়ারে অস্কার ধরা দেয়নি এই গুণী অভিনেতার হাতে।
আগামী
৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পাচ্ছে জিম ক্যারির দ্য হেজহগ-২। অভিনয় ছেড়ে
দিলে এটিই হবে জিম ক্যারি অভিনীত শেষ ছবি।