শনিবার
তাকে আটক করা হয় বলে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান।
সংবাদ
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রোববার দুপুরে রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার
শাহাদাত হোসেন (২২) উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, ২৪ মার্চ দুপুরে বাড়ির সামনে থেকে শিশুটি নিখোঁজ হয়। পরের দিন শিশুটির বাবা
থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে শাহাদাতের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে
নজরদারিতে রাখা হয়।
এ ঘটনায়
অন্য কারও সম্পৃক্ততা ছিল কিনা তা খতিয়ে দেখার জন্য শাহাদাতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ
করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আসামির
বরাতে পুলিশ জানায়, শিশুটিকে ঘরে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা
হয়। পরে মরদেহ বস্তায় ভরে শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।