মার্চের ফিফা উইন্ডোর বিরতির পর রোববার পুনরায় শুরু হলো লিগ। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৩-১ গোলে হারায় শেখ জামাল।
২৯তম মিনিটে সুলাইমান সিল্লাহর পাস ধরে দলকে প্রথম এগিয়ে নেন ম্যাথিউ। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে নেতো তুর্কোভিচের গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় স্বাধীনতা। তবে ৬৭তম মিনিটে ম্যাথিউ হ্যাটট্রিক পূরণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় শেখ জামাল।
চলতি লিগে এটি ষষ্ঠ হ্যাটট্রিকের ঘটনা। যার শুরুটা করেছিলেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো। পরের চারটি হ্যাটট্রিকের মধ্যে দুটি করেন চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড। বাকি দুই হ্যাটট্রিকম্যান এমেকা ওগবাহ ও আমিরউদ্দিন শরিফি।
একই দিনে জিতেছে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ২৭তম মিনিটে থ্যাঙ্কগডের গোলে এগিয়ে যায় চট্টগ্রামের দলটি; প্রথমার্ধের শেষ দিকে সোমা ওতানি মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান। ৬৬তম মিনিটে সোহেল রানার গোলে জয় নিশ্চিত হয় বন্দরনগরীর দলটি।
আরেক ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং। জয়ী দলের তিন গোলদাতা এমফন উদোহ, আসরোর গফুরভ এবং সাজ্জাদ হোসেন শাকিল।
১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল। ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী। দুই হার ও এক ড্রয়ের পর জয়ে ফেরা সাইফ স্পোর্টিং ১৪ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।