ক্যাটাগরি

রোজায় পথশিশুদের জন্য প্রাণ আপের ‘প্রাণ খোলা হাসি’

বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

এ ক্যাম্পেইনের আওতায় পুরো মাসে ৮ থেকে ১০ হাজার পথশিশুকে ইফতার দেওয়া যাবে বলে আশা করছে প্রাণ আপ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আরএফএলের রিটেইল চেইন শপ ‘বেস্ট বাই’, ‘ডেইলি শপিং’, ‘টেস্টিট্রিট’ ও ‘মিঠাই’ আউটলেটে প্রাণ আপ এর পক্ষ থেকে একটি বক্স সরবরাহ করা হয়েছে। ভোক্তারা সেখানে প্রাণ আপের লেবেল জমা দিলে তার বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইফতারের জন্য বরাদ্দ রাখা হবে।

সেই টাকায় পুরো রোজার মাসে রাজধানীসহ দেশের বিভাগীয় শহরের বিভিন্ন পয়েন্টে পথশিশু ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হবে। আর তা শুরু হচ্ছে রোজার প্রথম দিন থেকেই।

ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, “বেশিরভাগ মানুষ পরিবার-স্বজন বা বন্ধুদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করে। নানা কারণে অনেকে রোজা রাখতে না পারলেও ইফতারে অংশ নেয়।

“কিন্তু সমাজে প্রচুর অসহায় ও দরিদ্র মানুষ রয়েছেন, যাদের ভালোভাবে ইফতার করার সামর্থ্য নেই। এদেরই একটি অংশ হচ্ছে পথশিশু ও তার পরিবার।”

তিনি বলেন, “এবারের রমজানে আমাদের বেভারেজ ব্র্যান্ড প্রাণ আপের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি পথ শিশু ও তাদের পরিবারের সাথে ইফতার ভাগাভাগি করার এবং তাদের মুখে হাসি ফোটানোর।”

প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, “প্রাণ খোলা হাসি ক্যাম্পেইনের উদ্দেশ্য পথশিশু এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটানো। এজন্য এ কাজে ভোক্তাদের যুক্ত করা হয়েছে।”

অন্যদের মধ্যে প্রাণ বেভারেজ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) হাসিব কামাল এবং প্রাণ আপ এর ব্র্যান্ড ম্যানেজার শোয়ের হাসনাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।