ক্যাটাগরি

শাহজাহানপুরে জোড়া খুন: গ্রেপ্তার ৫ জন ৫ দিনের রিমান্ডে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর
ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবু সালেহ শিকদার ওরফে শুটার
সালেহ, নাছির উদ্দিন ওরফে কিলার নাছির,মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ
দামাল।

এদের মধ্যে দামালকে পুলিশ গ্রেপ্তার
করেছে। ওমর ফারুকসহ বাকি চারজন র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।

রোববার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে
হাজির করে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন টিপুর স্ত্রীর করা মামলার তদন্ত কর্মকর্তা
ডিবির পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার।

শুনানি শেষে মহানগর হাকিম সৈয়দ মোস্তফা
রেজা নূর প্রত্যেক আসামিকে পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন।

পুলিশের অভিযানে গ্রেপ্তার দামালকে
এর আগে অস্ত্র মামলায় এক দিন রিমান্ডের আদেশ হয়েছিল। পুলিশের হাতে গ্রেপ্তার মাসুম
মোহাম্মদ ওরফে আকাশ এখন রিমান্ডে রয়েছেন।

রোববার শুনানিদে ওমর ফারুক, মোরশেদুল
ও নাছিরের আইনজীবীরা দাবি করেন, তাদের গ্রেপ্তার দেখানোর আগে র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ
করেছে। তাই এখন প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হোক।

আবু সালেহর আইনজীবী বলেন, ঘটনার সময়
তার মক্কেল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দামালের পক্ষেও তার আইনজীবী রিমান্ড
বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের মধ্যে শুনানির সময় কোনো
প্রতিক্রিয়া দেখা যায়নি। তাদেরকে কাঠগড়ায় গল্প করতে এবং একজনকে অন্যজনের সঙ্গে কথা
বলতে দেখা যায়।

জাহিদুল ইসলাম টিপু

জাহিদুল ইসলাম টিপু

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ
সম্পাদক টিপু সড়কে গাড়িতে থাকা অবস্থায় গত ২৪ মার্চ খিলগাঁও রেলগেইটের কাছে আক্রান্ত
হন। মোটর সাইকেলে আসা এক ব্যক্তি যানজটে আটকে পড়া টিপুর গাড়ির কাছে এসে তাকে গুলি
করে।

পালানোর সময় ওই আততায়ীর ছোড়া গুলিতে
নিহত হন বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতি। তিনি একটি রিকশায় ছিলেন। গুলিতে টিপুর গাড়িচালক
মুন্নাও আহত হন।

হত্যাকাণ্ডের পর টিপুর স্ত্রী স্থানীয়
নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি যে মামলা করেছেন, তাতে আসামির তালিকায় কারও
নাম উল্লেখ করা হয়নি।

মামলা দায়েরের পর ২৬ মার্চ রাতে বগুড়া
থেকে আকাশকে গ্রেপ্তার করার পর ডিবি দাবি করে, এই ব্যক্তিই টিপুকে গুলি করেছিলেন।

শুক্রবার ফারুকসহ চারজনকে গ্রেপ্তার
করে র‌্যাব জানায়, আধিপত্যের বিরোধ আর রিয়াজুল হক মিল্কী হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে
খুন করা হয় টিপুকে।

টিপু হত্যার পরিকল্পনাকারী হিসেবে
ওমর ফারুকের নাম বলেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়ার পর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা
হয়।

আধিপত্য আর প্রতিশোধ: টিপু খুনে ঢাকা-দুবাই সংযোগ