ক্যাটাগরি

হাজারীবাগে বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাজারীবাগের
বছিলায় ওই সাইকেল আরোহীকে স্বাধীন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার
মৃত্যু হয় হয় বলে হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান।

নিহত সাকিব পাটোয়ারির বয়স আনুমানিক ৩৫ বছর,
তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তিনি একটি মোবাইল বিক্রির দোকানে চাকরি করতেন বলে
জেনেছে পুলিশ।

ওসি মোক্তারুজ্জামান বলেন, “সাকিব সাইকেল
চালিয়ে বছিলার বাসায় ফিরছিলেন। চৌরাস্তায় পেছন থেকে স্বাধীন পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই
তিনি মারা যান।”

ময়নাতদন্তের জন্য সাকিবের মরদেহ সোহরাওয়ার্দী
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করা
গেলেও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি।