মঙ্গলবার
বিকালে ইকবাল হোসেন (৫০) নামের এ ব্যক্তির মৃতদেহ ‘আর ইসলাম’ আবাসিক হোটেল থেকে উদ্ধার
করা হয়েছে বলে জানান রামপুরা থানার উপ পরিদর্শক তাইজুল ইসলাম।
বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সোমবার বিকালে ওই ব্যক্তি হোটেলে ওঠার সময় নিজেকে
জনশক্তি রপ্তানী ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচয় দেয়।
“হোটেলের পাঁচ তলার একটি কক্ষে তিনি ঢোকার পর আর
বের হননি। দুপুর পর্যন্ত বের না হওয়ায় হোটেলে কর্মচারীরা ডাকাডাকি করে কোনো সাড়া না
পেয়ে পুলিশকে খবর দেয়। পরে হোটেলে গিয়ে দরজা খুলে তাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।”
তার মুখ
দিয়ে ফেনা বের হচ্ছিল এবং পাশে একটি খালি বোতল পড়ে ছিল বল জানান ওই পুলিশ কর্মকর্তা।
তাদেরে ধারণা ইকবাল ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন।
পিরোজপুর
জেলার মঠবাড়িয়া উপজেলার চরকখালী গ্রামে তার বাড়ি হলেও ঢাকায় শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে
থাকতেন বলে জানান এসআই তাইজুল।
লাশ উদ্ধারের
পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।