ক্যাটাগরি

যতবার সামনে পড়বে ততবার মারব: স্বামী

হুমকি দেওয়ার কথা স্বীকারও করেছেন সদর উপজেলার
ভবানীগঞ্জ ইউনিয়নের মধ্যচরভুতা গ্রামের আবুল কালাম নামে এই ব্যক্তি।

তার বিরুদ্ধে ছয়বার মারধরের অভিযোগ করেছেন তার
স্ত্রী কুলসুম বেগম।

কুলসুম মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, তিনি আর
কালাম চাচাত ভাইবোন। প্রেমের সম্পর্কের পর তারা নিজেরা বিয়ে করেন। তাদের একটি মেয়ে
আছে। হঠাৎ তাদের মধ্যে সন্দেহ দেখা দিলে দাম্পত্য কলহ শুরু হয়। পরে আদালতের
মাধ্যমে তাদের ছাড়াছাড়ি হয়।

পরে কুলসুম কাবিনের টাকা ও ভরণপোষণ দাবি করে
আদালতে মামলা করেন।

কুলসুম বলেন, “মামলায় গ্রেপ্তার হয়ে কালাম
দীর্ঘদিন জেলে ছিল। প্রায় আট মাস আগে জামিনে বের হয়ে পরিবারসহ আমাকে ছয়বার মেরে আহত
করে। সর্বশেষ গত রোববার রাতে আমার পরিবারের ওপর হামলা করে কালাম। আমরা ৯৯৯ নম্বরে ফোন
করলে পুলিশ আসে।”

কালাম বর্তমানে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ
করেন। এর আগে বিয়ের পর তিনি পাঁচ বছর বিদেশে ছিলেন বলে জানান।

কালাম বলেন, “ওকে যতবার সামনে পড়বে ততবার মারব।
তারা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে।”

তাদের কলহ মেটানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে
জানিয়েছেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আহসান উল্লাহ হাসান।

লক্ষ্মীপুর থানার ওসি জসিম উদ্দিন বলেন, খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷
কিন্তু এখনও কেউ অভিযোগ দেয়নি।