মঙ্গলবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে তিনি পদত্যাগ পত্র পেশ করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
“আমি অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে,” পদত্যাগ পত্রে সাবরি এমনটি লিখেছেন বলে জানিয়েছে রয়টার্স; বার্তা সংস্থাটি প্রেসিডেন্টের কাছে পাঠানো সাবরির পত্রটি দেখেছে বলে জানিয়েছে।
প্রেসিডেন্ট গোটাবায়া সোমবার সাবরিকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এর আগে তিনি তার মন্ত্রিসভা বিলুপ্ত করে নিজের ভাই বাসিল রাজাপাকসেকে অর্থমন্ত্রীর পদ থেকে বাদ দেন।
শ্রীলঙ্কার মন্ত্রিসভার ২৬ সদস্য রোববার একযোগে পদত্যাগ করেন। তবে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার ভাই প্রেসিডেন্ট গোটাবায়া পদত্যাগ করেননি।
শ্রীলঙ্কার মন্ত্রিসভার ২৬ সদস্য রোববার একযোগে পদত্যাগ করেন। তবে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার ভাই প্রেসিডেন্ট গোটাবায়া পদত্যাগ করেননি।
১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়া এর একটি বড় কারণ।
এ বছর কলম্বোকে প্রায় ৬৯০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে, অথচ জ্বালানি তেল, খাদ্য, কাগজের মতো নিত্যপণ্য আমদানির মত যথেষ্ট বৈদেশিক মুদ্রা সরকারের হাতে নেই।
প্রয়োজনীয় জ্বালানির অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন বন্ধ থাকায় দেখা দিয়েছে চরম বিদ্যুৎ সংকট। প্রতিদিন ১০ ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে, বন্ধ রাখতে হচ্ছে সড়ক বাতি।
শ্রীলঙ্কার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, মার্চে মূল্যস্ফীতি হয়েছে আগের বছরের একই মাসের তুলনায় ১৮.৭ শতাংশ বেশি। খাদপণ্যের মূল্যস্ফীতি ৩০.২ শতাংশে পৌঁছেছে।