ক্যাটাগরি

শাহজালালে ইয়াবাসহ দুই রোহিঙ্গা কিশোর আটক

মঙ্গলবার বিকালে নিয়মিত টহলের সময় বিমানবন্দর এলাকায় একটি রেস্তোরাঁর সামনে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়।

এপিবিনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, “এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টহল দলের তাদের সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদে তারা এলোমেলো কথাবার্তা বলতে থাকে।”

পরে তাদের দেহ তল্লাশির করে ৬ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Mugda couple held for maid's death

জিজ্ঞাসাবাদে তারা দুজনই টেকনাফে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে‌ বলে জানায়। আটক করা ইয়াবাগুলো কাউকে দেওয়ার জন্য তারা ঢাকায় আসে।

পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বলেন, “তারা একটি ফোন নম্বরের কথা জানিয়েছে। তাদেরকে ঢাকায় এসে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছিল।”

“বিমানবন্দর এলাকায় কেন এসেছে জানতে চাইলে তারা চুপ থাকছে এবং কোনো কথা বলছে না।”

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এপিবিনের অতিরিক্ত পুলিশ সুপার।