ক্যাটাগরি

ইউক্রেইন: ১৪ কোটি ডলারের তহবিল সংগ্রহ এপিকের

ফোর্টনাইটের নতুন সিজনটি শুরু হয়েছিল ২১ মার্চ। প্রথম দিনেই সংগ্রহ হয়েছিল তিন কোটি ৬০ লাখ ডলার।

সর্বমোট ১৪ কোটি ৪০ লাখ ডলারের তহবিল সংগ্রহের বিষয়টি এপিক গেইমস নিশ্চিত করেছে মঙ্গলবার, ৫ এপ্রিল।

কয়েকটি সংস্থায় গিয়েছে এই তহবিল; এর মধ্যে রয়েছে, ‘ডিরেক্ট রিলিফ’, ‘জাতিসংঘের শরাণার্থী বিষয়ক হাইকমিশন’, ‘জাতিসংঘ শিশু তহবিল’ এবং ‘বিশ্ব খাদ্য কর্মসূচী’।

এপিকের পাশাপাশি অন্যান্য গেইম নির্মাতাও ইউক্রেইন-সম্পর্কিত ত্রাণ সহায়তার পদক্ষেপ নিয়েছে।

প্রযুক্তবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে ‘লিগ অফ লিজেন্ডস’ গেইমটির নির্মাতা ‘রায়ট গেইমস’ ৫৪ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে গত মাসে।

পাশাপাশি, ‘ইচডটআইও’ প্রায় ১০০০ গেইমের একটি বান্ডল বিক্রি করে ৬০ লাখ ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে। এ ছাড়া অনলাইন গেইম বিক্রেতা ‘হাম্বল বান্ডল’-এর বান্ডল থেকে তহবিল সংগ্রহ হয়েছে ২ কোটি ডলার।

ফোর্টনাইট গেইমটির নতুন সিজনটি ছিল ঘটনাবহুল। প্রাথমিকভাবে, মূল ফিচার ‘বিল্ডিং’ ছাড়াই উন্মোচিত হয়েছে গেইমটি। পরপরই, গেইমটিতে যুদ্ধ কেন্দ্রিক ‘জিরো বিল্ড মোড’ নামের নতুন একটি ফিচার এসেছে।

নির্মাতা অবশ্য গেইমটির মূল ‘ব্যাটেল রয়্যাল’-এ বিল্ডিং ফিচারটি, গেল সপ্তাহে পুনরায় ফিরিয়ে এনেছে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।