ক্যাটাগরি

এবার রুশ কূটনীতিকদের বরখাস্ত করলো ইতালি-ডেনমার্ক

ইউক্রেইনের বুচা শহরে রাশিয়ার সেনাবাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের জেরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ এরইমধ্যে রুশ কূটনীতিকদের বরখাস্তের ঘোষণা দিয়েছে। সোমবার জার্মানি এবং ফ্রান্স রাশিয়ার কূটনীতিকদের বরখাস্ত করার ঘোষণা দেয়।

ইউক্রেইনের রাজধানী কিইভের কাছের ছোট্ট শহর বুচা। রাশিয়ার সেনাবাহিনী এই শহরটি ছেড়ে যাওয়ার পর সেখানে বেশ কয়েকটি গণকবর খুঁজে পাওয়া গেছে। এছাড়া, অনেক মৃতদেহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা হয়। কয়েকটি মৃতদেহের হাত পিছমোড়া করে বাঁধা ছিল। দেখেই বোঝা যাচ্ছিল তাদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে।

বুচায় রাশিয়ার হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। অনেক দেশই এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

বুচায় হত্যাকাণ্ড নিয়ে ইউক্রেইন কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে।

যদিও মস্কোর দাবি, বুচায় বেসামরিক নাগরিকদের হত্যার যেসব ছবি প্রকাশ পেয়েছে সেগুলো ভুয়া এবং যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্ব সেগুলো বানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুচায় হত্যাকাণ্ডের জেরে মঙ্গলবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল।

এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মারিও বলেন, ‘‘ইউরোপ ও আটলান্টিক অঞ্চলে আমাদের অন্যান্য অংশীদারদের সঙ্গে থাকা চুক্তির ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  একইসঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা জনিত কারণেও এটার প্রয়োজন ছিল।”

ইতালিকে কূটনীতিক বরখাস্তের জবাব একইভাবে দেয়া হবে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস।

ইতালি ছাড়াও মঙ্গলবার ডেনমার্ক রাশিয়ার ১৫ কূটনীতিকে বরখাস্ত করে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ কোফোড বলেন, ‘‘বুচায় যা ঘটেছে সেটা নৃশংসতা, নিষ্ঠুরতা এবং যুদ্ধাপরাধের আরো একটি উদাহরণ।”

ডেনমার্কের বরখাস্ত করা কূটনীতিকদের মধ্যে রাশিয়ার রাষ্ট্রদূত নেই। এ বিষেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, তারা মস্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চান না।

‘‘তবে আমরা রাশিয়াকে খুব স্পষ্ট করে বলতে চাই ডেনমার্কের মাটিতে আমরা কোনো গুপ্তচরকে সহ্য করবো না।”

এ বছরের শুরুতে ডেনমার্কের নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছিল, রাশিয়ার দূতাবাসে বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে যারা গুপ্তচরবৃত্তি করছেন।