মঙ্গলবার দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো পাঁচ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন মল্লিক ও আশিকুর রহমান আশিক।
একইসঙ্গে এ মামলার অপর দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরা হলেন- কালু ওরফে ছোট কালু ও মো. তালেব হাওলাদার।

প্রতীকী ছবি
আসামিদের মধ্যে তালেব ছাড়া সবাই পলাতক রয়েছেন বলে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন জানান।
মামলার বরাতে লিটন বলেন, জোড়াগেট এলাকার হাজেরা বেগমের ছেলে মৌসুমী ফল ব্যবসায়ী শহীদুলকে শত্রুতার জেরে ২০১৭ সালের ১১ জুলাই দুপুরে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা শহীদুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শহীদুলেল মা আটজনের নাম উল্লেখসহ আজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে খুলনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে খুলনা থানার ইন্সপেক্টর সৈয়দ মেশারেফ হোসেন একই বছরের ২২ অগাস্ট সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।