নগদ
এর উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এ কর্মশালায় মোবাইলে আর্থিক সেবাদানের ক্ষেত্রে অপরাধ
শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এবং সচেতন করা হয় বলে সংবাদ
বিজ্ঞপ্তিতে জানায় নগদ।
গাইবান্ধার
এসকেএস ইন রিসোর্টের ব্যানকুয়েট হলে এ কর্মশালায় নগদ এর চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স
অফিসার লে. কর্নেল কাওসার সওকত আলী এসি (অব.), হেড অব স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট মো.
মাহবুব আলম পিপিএম, ডিআইজি (অব.), কোম্পানি সচিব রাশেদ বিন এহসানসহ আরও অনেকে বক্তব্য
রাখেন।
কর্মশালায়
কাওসার সওকত আলী বলেন, নগদ এর ব্যবসা পরিচালনার মূল চালিকা শক্তি এর উদ্যোক্তা বা শক্তিশালী
ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।
নগদ
সবসময় উদ্যোক্তা সচেতনতা এবং নিরাপদ ব্যবসায়িক কাঠামোকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা
করে বলে জানান তিনি। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেশের সকল প্রান্তে এমন সচেতনতামূলক
কর্মকান্ড নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।
সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন উদ্যোক্তা
পয়েন্টে নগদ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে পরিদর্শন করেন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে
অর্থায়ন প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতার বিষয় সম্পর্কে অবহিত করেন।
নগদ
এর উদ্যোক্তারা পরিদর্শন প্রক্রিয়ায় স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ব্যবসা পরিচালনায়
বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সেটি মোকাবিলায় বিভিন্ন গঠনমূলক প্রস্তাব
তুলে ধরেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।