ক্যাটাগরি

চট্টগ্রামে ডিবির জালে ১১ ‘ছিনতাইকারী’

মঙ্গলবার ভোরে বিশেষ অভিযানে খুলশী থানার আমবাগান, টাইগার পাস ও সদরঘাট
থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের
অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) নোবেল চাকমা।

ফাইল ছবি

গ্রেপ্তার ১১ জন হলেন- জাহিদ (৩০), মিন্টু দাশ (৩১), বেলাল হোসেন ওরফে
বিল্লাল (৩২), বিপ্লব চৌধুরী (৪৩), সাকিব (২৫), সুমন ওরফে চাকমা সুমন (২৩), রুবেল কান্তি
দাশ ওরফে রুবেল হোসেন (৩৪), নুরুল ইসলাম ওরফে নুরু (৪৫), জসিম উদ্দিন (২৫), খোকন হাওলাদার
(৩০) ও খোকন (২৫)।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে মিন্টু ২০১৩ সালে পুলিশ হত্যা মামলার আসামি।

ডিবি কর্মকর্তা নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোজায়
বাজারগামীদের টার্গেট করে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। এজন্য বিভিন্ন স্থানে
বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

“বেলাল ও মিন্টু গত ১ এপ্রিল জামিনে ছাড়া পেয়েছিল। কারাগার থেকে বের হয়ে
পুনরায় ছিনতাই কাজে জড়িয়ে পড়ে। জাহিদ, মিন্টু, বেলাল ও বিপ্লব তাদের আরও কয়েক জন সহযোগী
নিয়ে টাইগার পাস মোড়ের পশ্চিম দিকে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে তাদের
মধ্যে কয়েকজন পালিয়ে যায়, চার জনকে ধরে ফেলে পুলিশ সদস্যরা।”

এ সময় তাদের মধ্যে জাহিদ ও মিন্টুর কাছ থেকে দুইটি ছুরি জব্দ করা হয় বলে
জানান তিনি।


চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে কনস্টেবল খুন
 

চট্টগ্রামে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই পুলিশ আহত
 

এ দিকে সদরঘাট থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে নুরু জসিম, খোকন হাওলাদার
ও খোকন এবং আমবাগান এলাকা থেকে সাকিব, সুমন, রুবেলকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান,
গ্রেপ্তার ব্যক্তিরা মূলত সন্ধ্যা ও ভোর বেলাকে টার্গেট করে ছিনতাই করে থাকে। তাদের
মূল টার্গেট বিভিন্ন মার্কেটের ক্রেতা এবং বাস ও ট্রেন যাত্রীরা।

সন্ধ্যায় ইফতারের সময় এবং ভোরে সড়কে যান চলাচল কম থাকায় তারা ওই সময়টিকে
বেছে নেয় ছিনতাইয়ের জন্য।

মহিউদ্দিন সেলিম জানান, মিন্টু ২০১৩ সালে আমবাগান এলাকায় ডিআইজি বাংলোর
নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুল কাইয়ুম হত্যা মামলার আসামি।

২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ছিনতাইয়ে বাধা
দেয়ায় ছুরিকাঘাতে খুন করা হয় কনস্টেবল কাইয়ুমকে। এ সময় তার তিন সহকর্মীও আহত হয়েছিল।
এ ঘটনায় গ্রেপ্তারের পর আদালতে জবানবন্দিও দিয়েছিল মিন্টু।