ক্যাটাগরি

ডা. বুলবুল হত্যায় গ্রেপ্তার আরও দুজনের স্বীকারোক্তি

তারা হলেন- রায়হান
ওরফে আপন এবং রাসেল হোসেন হাওলাদার। দুজনই ছিনতাইকারী বলে পুলিশের ভাষ্য।

আহমেদ মাহী বুলবুল

এই মামলায় গ্রেপ্তার
সোলাইমান ও আরিয়ান গত ৩ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এখন তারা কারাগারে।

রায়হান ও রাসেল ছিলেন
‍পুলিশ রিমান্ডে। মঙ্গলবার তাদের আদালতে নিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ
দেলোয়ার হোসেন।

সেই আবেদনে ঢাকার
মহানগর হাকিম মেহেদী হাসান আসামি রায়হান এবং আরেক মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী আসামি
রাসেলের জবানবন্দি নেন।

এরপর দুজনকেই কারাগারে
পাঠানো হয় বলে ঢাকার হাকিম আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার জাফর হোসেন।

গত ৩১ মার্চ ভোরে
মিরপুরের শেওড়াপাড়ার সড়কে খুন হন ডা. বুলবুল। তিনি একটি ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার
পথে রোকেয়া সরণিতে আক্রান্ত হন।

বুলবুলের স্ত্রী
শাম্মী আক্তার অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়েরের পর পুলিশ জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে
সেদিন বুলবুলের উপর হামলা হয়েছিল। 

‘অন্য কিছু নয়’, বুলবুল ছিনতাইকারীর হামলার শিকার: পুলিশ

চিকিৎসক হয়েও চিকিৎসা ‘পাননি’ বুলবুল