ক্যাটাগরি

পুতিন যুদ্ধাপরাধী, নৃশংস: বাইডেন

তিনি আরও বলেন, “এই লোকটি (পুতিন) নৃশংস। বুচায় কী ঘটেছে সেই সত্য আপনারা দেখেছেন। তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী… তবে আমাদেরকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে যাতে যুদ্ধাপরাধের বিচার করা যায়।”

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছেন বাইডেন। কী ধরনের নিষেধাজ্ঞা দিতে পারেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি আপনাদের জানাব।

এর আগে গত মাসে পুতিনকে যুদ্ধাপরাধী বলেছিলেন বাইডেন। সে সময় রাশিয়ার পক্ষ থেকে এর কড়া প্রতিক্রিয়া জানানো হয়। বাইডেনের এমন মন্তব্য মেনে নেওয়া যায় না এবং ক্ষমা করা যায় না বলে মন্তব্য করেছিল ক্রেমলিন।

এবার বুচায় রাশিয়ার হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। অনেক দেশই এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। ইউক্রেইনের বুচা শহরে রাশিয়ার নৃশংসতার জেরে জার্মানি থেকে এরই মধ্যে ৪০ জন রুশ দূতকে বহিষ্কার করা হয়েছে।

ইউক্রেইনের রাজধানী কিইভের কাছের শহর বুচার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকশ মৃতদেহ পাওয়ার পর ইউক্রেইন কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে ।

ওই মৃতদেহগুলোর কয়েকটির হাত পিছমোড়া করে বাঁধা এবং তাদেরকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কিইভ অঞ্চল থেকে রাশিয়ার বাহিনীগুলো সরে যাওয়ার পর সেখানকার কয়েকটি ছোট শহরে অসংখ্য লাশ পাওয়া যাচ্ছে।

ইউক্রেইনের অন্যান্য অংশে আক্রমণ জোরদার করার জন্য এসব শহর থেকে রাশিয়ার সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যও ইউক্রেইনে গণহত্যার পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানায় বিবিসি।

পোল্যান্ডের ওয়ারশ’তে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ওই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি রাশিয়ার উপর ‘আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন’ বলেও উল্লেখ করেন।

যতদিন পর্যন্ত ইউক্রেইনে রুশ সেনারা থাকবে ততদিন পর্যন্ত দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনও ধরনের আলোচনা হওয়া উচিত হবে না বলেও মনে করেন তিনি। ওদিকে, ইউরোপীয় কমিশন থেকেও, যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে ইউক্রেইনে যৌথ তদন্তদল পাঠাতে প্রস্তুত থাকার কথা জানানো হয়েছে।