ক্যাটাগরি

প্রবাসীর স্ত্রীর ‘আত্মহত্যা’, শ্বশুরবাড়িতে নির্যাতনের অভিযোগ

ওই গৃহবধূর স্বজনরা
জানান, রোববার সকালে তিনি বিষপান করেন। মঙ্গলবার বিকালে শরীয়তপুর সদর হাসপাতালে তিনি
মারা যান।

২৫ বছর বয়সী এই
নারী নড়িয়ার ফতেজংপুর ইউনিয়নের ফতেজংপুর গ্রামের সিটু মাদবর ছেলে ইতালী প্রবাসী
জামাল মাদবরের স্ত্রী।

এ ঘটনায় এখনও
মামলা হয়নি।

গৃহবধূর ভাই ও
নড়িয়া থানা থেকে জানা গেছে, দশ বছর আগে এই মেয়ের সঙ্গে জামাল মাদবরের বিয়ে হয়।
তাদের ঘরে ৭ বছর বয়সী একটি মেয়ে আছে। পাঁচ বছর আগে জামাল মাদবর ইতালি চলে যান।

এরপর থেকে তাকে শাশুড়ি
মাসুদা বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করত বলে ভাইয়ের অভিযোগ।

গৃহবধূর ভাইয়ের
অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে’ গত রোববার সকালে তার বোন বিষপান করেন। তাকে
উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায়
মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়।

পুলিশ তার লাশ
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে পুলিশ জানিয়েছে।

গৃহবধূর মা অভিযোগ
করেন, মেয়েটিকে শ্বশুরবাড়ির লোকজন প্রতিদিন নানা অজুহাতে মারধর করতেন। এমনকি তাকে
নিয়মিত খাবারও দিত না। এ বিষয়গুলো প্রবাসী স্বামীর কাছে বললে উল্টো বকাবকি করতেন।
নির্যাতন সইতে না পেরে অত্মহত্যা করেছেন।

নড়িয়া থানার ওসি অবণী
শংকর কর বলেন, “ময়নাতদন্ত শেষে গৃহবধূর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। লিখিত
অভিযোগ করলে আমরা মামলা নেব।”

গৃহবধূর শাশুড়ি
মাসুদা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নির্যাতন করেননি। তাই তিনি পালিয়ে
যাননি; বাড়িতেই আছেন।