নতুন অ্যাপটি এখনও বেটা পর্যায়ে আছে,
ব্যবহারের সুযোগও পাবেন সীমিত সংখ্যক ব্যবহারকারী। এপিক গেইমস অ্যাপটির একটি ভিডিও
প্রকাশ করেছে। ভিডিও বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, হাতে তৈরি থ্রিডি
মডেলের মতো দেখতে ডিজিটাল মডেল তৈরির সক্ষমতা দেখানো হয়েছে ভিডিওতে।
‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ১০ হাজার
ব্যবহারকারী অ্যাপটির জন্য নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। তবে, অ্যাপটি ডাউনলোড করতে হবে
অ্যাপলের ‘টেস্টফ্লাইট’ প্ল্যাটফর্ম থেকে।
অ্যাপটির কার্যক্ষমতা যাচাই করে ভার্জ
বলছে, এর ব্যবহার বেশ সহজ। যে কোনো বস্তুর থ্রিডি মডেল তৈরির জন্য প্রথমে বিভিন্ন দৃষ্টিকোণ
থেকে বস্তুটির অন্তত ২০টি ছবি তুলতে হবে। ছবি তোলা শেষ হলে সেগুলো আপলোড করতে হবে থ্রিডি-মডেলিং
প্ল্যাটফর্ম ‘স্কেচফ্যাব’-এ। এর কিছুক্ষণের মধ্যেই ব্যবহারকারী সাইটটিতে ছবির বস্তুটির
থ্রিডি মডেল দেখতে পাবেন।
অ্যাপটি আপাতত ‘লিমিটেড বেটা’ হিসেবে
বাজারজাত করা হচ্ছে। তাই বাণিজ্যিক সংস্করণের অভিষেকের আগে এপিক অ্যাপটিতে আরও পরিবর্তন
আনবে এবং কার্যক্ষমতা আরও উন্নত করে তুলবে বলে আশার কথা জানিয়েছে ভার্জ।
কার্যক্ষমতার ও মূল চিন্তার বিচারে অ্যাপটিতে
অনেক প্রতিশ্রুতি দেখছেন সংশ্লিষ্টরা। অ্যাপটির মাধ্যমে দ্রুত যে কোনো বস্তুর থ্রিডি
মডেল তৈরি করা যাবে খুবই সহজে।
আইওএস ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহারের
সুযোগ পাবেন এ বসন্তেই। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও এ বছরেই অভিষেক হবে অ্যাপটির।