বামনা থানার ওসি বশিরুল আলম জানান, সোমবার রাত ১১টায় শিশুটির মা মামলা করার পর তাকে গ্রেপ্তার করেন তারা।

ফাইল ছবি
৩১ বছর বয়সী গ্রেপ্তার ওই ব্যক্তির বাড়ি বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামে। তিনি পেশায় একজন শ্রমিক।
মামলার বরাতে ওসি বলেন, “ওই ব্যক্তির বাড়ি বামনা উপজেলার রামনা ইউনিয়নের সরকারি আবাসন এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন। প্রায় ৭-৮ মাস আগে ওই ব্যক্তি সেখানে স্ত্রীর অনুপস্থিতিতে চার বছরের মেয়েকে ধর্ষণ করে। তখন শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গোপন রেখে বরগুনায় এনে তার চিকিৎসা করানো হয়।
এ নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ সৃষ্টি হলে ওই ব্যক্তি গ্রামের বাড়ি গোলাঘাটায় গিয়ে থাকতে শুরু করেন।গত দুইদিন আগে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে বরগুনা হাসপাতালে ভর্তি করেন এবং স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।”
গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে জানান এ পুলিশ কর্মকর্তা।