মঙ্গলবার সকাল ১১টার দিকে বিষখালী নদীর মোহনায় অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান।
এ সময় ‘এফবি আল মেহেদী’ নামের একটি মাছ ধরা একটি ট্রলারে তল্লাশি করে ১৬০ কেজি হাঙর ও ১৫ কেজি শাপলাপাতা মাছ জব্দ এবং ট্রলারের ৯ জেলেকে আটক করা হয়।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আটক নয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ হাঙর ও শাপলাপাতা মাটি চাপা দেওয়া হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “হাঙর নিধন সম্পূর্ণ বেআইনি ও বাচ্চা শাপলা পাতা মাছ ধরা খুব দুঃখজন বিষয়।”
কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।