ক্যাটাগরি

বরিশালে ‘চলতি পথে কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা’

নিহত
মরিয়ম (২৪) জেলার মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের মো. মনিরের স্ত্রী।

মরিয়মের
ভাগনে মো. রবিউল অভিযোগ করেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে মনির ও মরিয়ম উপজেলার
পাতারচর গ্রামে মরিয়মের বাবার বাড়ির উদ্দেশে রওনা হন।

“পথে
তাদের ঝগড়া হয়। মনির তাকে বেদম মারধর করেন। এতে মরিয়ম জ্ঞান হারিয়ে সড়কে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে বাড়ি থেকে লোকজন গিয়ে মরিয়মকে উদ্ধার করে। তাকে মুলাদী হাসপাতালে নেওয়া
হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ
হত্যার আলামত পেয়েছে বলে জানিয়েছে।

মুলাদী
থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে তারা
বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পেয়েছেন।

“প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।”

লাশ
ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ
ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মাকসুদুর রহমান।