ক্যাটাগরি

বিবিয়ানার ৩ কূপ মেরামত, গ্যাস সংকট কাটেনি

দেশের
সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানার ২৬টি কূপ থেকে গ্যাস উত্তোলন করে মার্কিন
বহুজাতিক কোম্পানি শেভরন। ছয়টি কূপে সমস্যা দেখা দেওয়ায় রোববার সারাদেশে গ্যাস
সঙ্কট দেখা দেয়।

গ্যাসের
অভাবে বিদ্যুৎ উৎপাদনেও লাগে ধাক্কা। ফলে রোজার প্রথম দিন জনজীবনে ভোগান্তি বাড়ে। সোমবারও
সারাদিন একই অবস্থা চলে।

শেভরনের জনসংযোগ ব্যাপস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স)
শেখ জাহিদুর রহমান মঙ্গলবার
দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিবিয়ানার ছয়টি কূপ থেকে শনিবার রাতে
গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করলে উৎপাদন বন্ধ করে দিতে হয়। এতে রাতে প্রায়
৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সঙ্কট দেখা দেয়।

“গ্যাস প্ল্যান্টকে পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনতে উদ্যোগ
নেওয়ার পর তিনটি কূপের মেরামত কাজ শেষ হয়েছে। অবশিষ্ট তিনটি কূপ মেরামত না হওয়া পর্যন্ত
গ্যাস উৎপাদন ৪০ শতাংশ কম হবে।”

বাকি তিনটি
কূপ মেরামত করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে শেভরনের জনসংযোগ ব্যাপস্থাপক
বলেন, “এগুলোতে কাজ চলছে। তবে তা কখন শেষ হবে এখনি বলা সম্ভব না।”

দেশে উৎপাদিত গ্যাসের ৪০ শতাংশের বেশি আসে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র
থেকে। প্রতিদিন এই গ্যাস ক্ষেত্রের উৎপাদন ক্ষমতা ১২৭৫ মিলিয়ন ঘনফুট। এরমধ্যে
ক্ষতিগ্রস্ত হওয়া ছয়টি কূপ থেকে আসে ৪২০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

এদিকে আমদানি করা এলএনজি এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের জাতীয়
গ্রিডে সরবরাহের কথা থাকলেও বেশ কিছুদিন ধরেই এলএনজি সরবরাহ অর্ধেকে নেমে এসেছে।  

গ্যাসের এই ‘সাময়িক’ সঙ্কটের কারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
মন্ত্রণালয় ও রাষ্ট্রায়ত্ত তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পক্ষ
থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। 

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাজমুল আহসান সোমবার বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, মঙ্গলবার রাতের মধ্যে পাঁচটি কূপই প্রস্তুত হয়ে
যাবে। শুধু একটা কূপে সমস্যা থাকবে।

 

আরও পড়ুন

বিবিয়ানায় ত্রুটি: গ্যাস সঙ্কট কাটতে ‘আরও এক দিন’