যশোর
সদর হাসপাতাল থেকে মঙ্গলবার বেলা ১টার দিকে তাকে আটক করা হয় বলে যশোর কোতয়ালি
থানার ওসি তাজুল ইসলাম জানান।
আটক
মীর আবু বকর ফরিদ (২০) ঢাকার যাত্রাবাড়ীর মাতুইল খুরিড়াবাড়ির ওমর মিয়ার ছেলে।
ফরিদকে
জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে ওসি তাজুল জানান, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে টাকা নিয়ে
কোন্দলের জেরে সোমবার তিন বছর বয়সী শ্যালককে অপহরণ করেন ফরিদ। এ ঘটনায় তার শ্বশুর
যাত্রাবাড়ী থানায় অপহরণ মামলা করেন। অপহরণের পর শিশুটিকে নিয়ে যশোরের ঝিকরগাছায়
বোনের বাড়ি যাচ্ছিলেন ফরিদ।
“যশোর
আসার পথে শিশুটিকে অমানবিক নিযাতন করেন ফরিদ। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর সদর
হাসপাতালে ভর্তি করান ফরিদ। সেখানে তার মৃত্যু হয়।”
হাসপাতাল
থেকে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে বলে জানান ওসি তাজুল ইসলাম।