সোমবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নাওমি (২৮) তার দীর্ঘদিনের সঙ্গী পিটার নিলকে (২৪) বিয়ে করতে যাচ্ছেন আর সেই উপলক্ষ্যেই এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন বাইডেন দম্পতি।
চার বছর আগে বন্ধুদের মাধ্যমে নিউ ইয়র্ক সিটিতে পরিচয় নাওমি ও নিলের। বর্তমানে ওয়াশিংটনে বসবাস করা এ জুটির বিয়ের আয়োজন এখনও প্রাথমিক পরিকল্পনার পর্যায়ে আছে এবং বিয়ের অনুষ্ঠান কোথায় হবে তা ঘোষণা করেননি তারা।
কিন্তু বাইডেন দম্পত্তির ওই ঘোষণা এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো হোয়াইট হাউসে প্রেসিডেন্ট পরিবারের এক সদস্যের বিয়ের উৎসব আয়োজনের সুযোগ করে দিতে যাচ্ছে।
স্থানীয় সময় সোমবার বিকালে নাওমি টুইটারে জানান, “আমি ও আমার হবু বর পিটার নিল আমাদের বিয়ের উৎসব হোয়াইট হাউসে উদযাপনে সুযোগ করে দেওয়ার জন্য আমার নানা (জো বাইডেন) ও পপের (জিল) প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।”
জিল বাইডেনের জনসংযোগ বিষয়ক প্রধান কর্মকর্তা এলিজাবেথ আলেকজান্ডার নিউ ইয়র্ক টাইমসকে এক ইমেইলে জানান, ১৯ নভেম্বর বিয়ের অুনষ্ঠানের আয়োজন করা হতে পারে। তবে যেহেতু বর-কনে এখনও বিয়ের তারিখ পাকা করেননি তাই বিস্তারিত তথ্যের জন্য অতিথিদের আরও অপেক্ষা করতে হতে পারে।
তিনি আরও লিখেছেন, “বাইডেন দম্পতি, বর-কনে ও তাদের বাবা-মায়েরা বিয়ের উৎসবের সব দিক নিয়ে এখনও পরিকল্পনার পর্যায়ে আছেন এবং আসছে মাসগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ঘোষণা করবেন বলে আশা করছি।”
প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ও তার সাবেক স্ত্রী ক্যালিন বুলের মেয়ে নাওমি এখন ওয়াশিংটনে আইনজীবী হিসেবে কাজ করছেন। আর পিটার নিল ইউনিভার্সিটি অব পেনসিলভ্যানিয়ার আইনের ছাত্র।
হোয়াইট হাউসে প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের বিয়ের উৎসব আয়োজন তুলনামূলক বিরল ঘটনা।
শেষবার মার্কিন প্রেসিডেন্টের এই দপ্তর ও বাসভবনে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ২০০৮ সালে। তখন প্রেসিডেন্ট জর্জ বুশের মেয়ে জেনা বুশের বিয়ের অনুষ্ঠান করা হয়েছিল সেখানে। আর ১৯৭১ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হোয়াইট হাউসে নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।