ইউরোপ সেরার মঞ্চে কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ের প্রথম লেগে বাংলাদেশ সময় বুধবার রাতে চেলসির বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
গত মাসের আন্তর্জাতিক বিরতির আগে ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় রিয়াল। হতাশাজনক ওই পারফরম্যান্স স্বত্ত্বেও লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে ভালোভাবেই এগিয়ে আছে স্পেনের সফলতম দলটি।
৩০ ম্যাচে ২১ জয় ও ছয় ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে কার্লো আনচেলত্তির দল। দুইয়ে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১২। খুব বড় বিপর্যয় না ঘটলে লা লিগা জিততে যাচ্ছে রিয়াল, এমনটা বলাই যায়।

চ্যাম্পিয়ন্স লিগেও এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বরূপে ফেরার ইঙ্গিত দিচ্ছে রিয়াল। শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ার পর দ্বিতীয় লেগে করিম বেনজেমার ১৭ মিনিটের দারুণ হ্যাটট্রিকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে পরের ধাপে জায়গা করে নেয় মাদ্রিদের দলটি।
স্ট্যামফোর্ড ব্রিজে এবার তারা মুখোমুখি চেলসির। গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে কোর্তোয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তাদেরকে ঘিরে অনর্থক সমালোচনার।
“আমার কাছে মনে হয়, আমাদের নিয়ে সবসময় একইভাবে সমালোচনা হয়। এমনকি আমাদের সেরা সময়েও লোকেরা রিয়াল মাদ্রিদের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং প্রশ্ন তোলে।”
“দলের সামর্থ্যের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমরা সবাই চেলসির বিপক্ষে নিজেদের সক্ষমতা দেখানোর জন্য উন্মুখ হয়ে আছি।”