ক্যাটাগরি

বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে মতিঝিলের শাপলা চত্বরের কাছ থেকে ধরে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান শ্রমিক দলের নেতারা।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইশরাকের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ইশরাক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। বুধবার শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে মতিঝিলে লিফলেট বিতরণ করছিলেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটির গত নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান প্রকৌশলী ইশরাক। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির একজন সদস্য তিনি।