ক্যাটাগরি

শিল্পী সমিতি: রোজিনার জায়গায় কমিটিতে এলেন রিয়াজ

বুধবার
সন্ধ্যায় শিল্পী সমিতির স্টাডি রুমে রিয়াজকে শপথবাক্য পাঠ করিয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন;
শপথ নেওয়ার পর সভাপতির পা ছুঁয়ে সালাম করেছেন এ অভিনেতা।

চলতি বছরের
২৮ ফেব্রুয়ারিতে আয়োজিত শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে
কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন রোজিনা; শপথ নেওয়ার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে
পদত্যাগ করেছেন তিনি।

শিল্পী
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৬
মার্চ কার্যকরী পরিষদের বৈঠকে রোজিনার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে; তার স্থলাভিষিক্ত
হিসেবে সমিতির গঠনতন্ত্র মেনে সর্বসম্মতিক্রমে রিয়াজকে কমিটিকে যুক্ত করার সিদ্ধান্ত
হয়েছে।

শিল্পী স‌মি‌তি থে‌কে রো‌জিনার পদত্যাগ
 

শিল্পী সমিতি: রোজিনার পদে কে আসছেন?
 

বুধবার
শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন রিয়াজ; যিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ
থেকে সহ-সভাপতির পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

শপথ নেওয়ার
পর রিয়াজ বলেন, “সবার সহযোগিতা নিয়ে শিল্পীদের জন্য কাজ করে যেতে চাই।”

তার শপথের
আয়োজনে ইলিয়াস কাঞ্চন, সাইমন সাদিক, নিপুণ আক্তার, শাহনূর, অমিত হাসানসহ আরও অনেকে
ছিলেন।

১৯৯৫ সালে
‘বাংলার নায়ক’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে রিয়াজের।

পরবর্তীতে
‘হৃদয়ের আয়না’, ‘স্বপ্নের বাসর’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হৃদয়ের বন্ধন’, ‘দুই দুয়ারী’,
‘শ্যামল ছায়া’, ‘দারুচিনি দ্বীপ’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের
কথা’, মিলন হবে কতদিনে’, ‘শাস্তি’, ‘কি যাদু করিলা’, ‘হাজার বছর ধরে’সহ বেশ কয়েকটি
ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রিয়াজ।