ক্যাটাগরি

সিরাজগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে ’স্কুলছাত্রকে হাতুড়িপেটা’

উপজেলার
চৌবাড়ী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে বুধবার দুপুরে এই হামলা হয় বলে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক স্বপন কুমার দাস অভিযোগ করেন।

তিনি বলেন,
এলাকার কয়েকজন কিশোর অতর্কিতে শ্রেণিকক্ষে ঢুকে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা
করে। অন্য শিক্ষার্থীরা বাধা দিলে তারা পালিয়ে যায়। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির
সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।

পরে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেয় এই শিক্ষার্থী। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষার্থীর
পরিবার এখনও আইনি পদক্ষেপ নেয়নি।

কামারখন্দের
ইউএনও মেরিনা সুলতানা বলেন, ক্লাসে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়ি পেটার ঘটনা শুনেছেন তিনি।
শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের পক্ষ
থেকেও ব্যবস্থা নেওয়া হবে।