তাছাড়া
একই মামলায় আরকেজনকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে একই আদালত।
শেরপুরের
জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
জেলা
শহরের দমদমা কালীগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক (৩০) নামে এক অটোরিকশাচালককে হত্যা,
অটোরিকশা ছিনতাই ও বিভিন্ন ধারায় আদালত এই রায় দিয়েছে।
সাজাপ্রাপ্ত
আসামিরা হলেন সদর উপজেলার যোগিনীমুরা ডাকাতপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে সাগর
মিয়া (২৫) ও জেলা শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার বাদশা মিয়ার ছেলে মিল্টন মিয়া (২৪)।
অভিযোগ
প্রমাণিত না হওয়ায় রেজুয়ান মিয়া (২৪) নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে
আদালত।
তাদের
মধ্যে মিল্টন রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। অন্যরা শুরু থেকেই পলাতক রয়েছেন।
আদালতের
পিপি চন্দনকুমার পাল মামলার নথির বরাতে জানান, ২০১৬ সালের ৭ মার্চ সন্ধ্যায়
যাত্রীবেশে ভাড়ায় নিয়ে রাজ্জাককে হত্যা ও তার নতুন অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায়
রাজ্জাকের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে মিল্টন, সাগর ও রেজুয়ানকে আসামি করে থানায়
মামলা করেন। মিল্টন পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
দেন। একই বছর ২৮ সেপ্টেম্বর ওই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন সদর থানার
এসআই আনছার আলী।
পিপি
বলেন, বিচারক মামলার বাদী, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১৩ জনের
সাক্ষ্য নিয়ে এই রায় দিল। রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।