ক্যাটাগরি

ইউক্রেইন যুদ্ধে মন্থর হতে পারে এশিয়ার প্রবৃদ্ধি: এডিবি

এতে কোভিড-১৯ মহামারীর ধাক্কায় এখনও ধুঁকতে থাকা অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া আরেক দফায় ব্যাহত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এডিবি তাদের ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২২’ প্রতিবেদনে বলেছে, ‘উন্নয়নশীল এশিয়ায়’ চীন এবং ভারতসহ ৪৫ টি দেশের সমন্বিত অর্থনীতি এ বছর ৫ দশমিক ২ শতাংশ সম্প্রসারিত হবে।

এই প্রবৃদ্ধি গতবছর ডিসেম্বরে অনুমিত ৫ দশমিক ৩ শতাংশের চেয়ে কিছুটা কম এবং তার আগের বছরের অনুমিত ৬ দশমিক ৯ শতাংশের চেয়ে অনেকটাই কম।

আর আগামী বছর অর্থাৎ, ২০২৩ সালে এই অঞ্চলে প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে এডিবি পূর্বাভাস দিয়েছে।

উন্নয়নশীল এশিয়ার দেশগুলোর অর্থনীতি কোভিড মহামারীর খাঁড়া কাটিয়ে না উঠতেই ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনে মারাত্মক বিঘ্নের মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এডিবি।

তবে এডিবি এও বলছে যে, এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কালো ছায়া ফেলতে পারে আরও কিছু বিষয়। এর মধ্যে আছে, পণ্যের দাম বাড়া, অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি বাড়া এবং কোভিড-১৯ এর নতুন নতুন ধরনের প্রাদুর্ভাবের বিষয়টিও।

এডিবি’র পূর্বাভাসে বলা হয়েছে, এবছর চীনের ৫ দশমিক ০ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে। তবে এই প্রবৃদ্ধি গত ডিসেম্বরে যা অনুমান করা হয়েছিল তার চেয়ে শ্লথ এবং ২০২১ সালের অনুমিত ৮ দশমিক ১ শতাংশের চেয়ে আরও কম।

দক্ষিণ এশিয়া বাদে অন্যান্য সব উপ-অঞ্চলে এবছর প্রত্যাশার চেয়ে কম প্রবৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। এডিবি’র হিসাবমতে, ‍পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রবৃদ্ধি হবে যথাক্রমে ৪ দশমিক ৭ এবং ৪ দশমিক ৯ শতাংশ, যা প্রত্যাশিত ৫ দশমিক ০ শতাংশ এবং ৫ দশমিক ১ শতাংশের চেয়ে কম।