ক্যাটাগরি

খুলনায় ছাত্র খুনের অভিযোগে আশুলিয়ায় গ্রেপ্তার ২

গ্রেপ্তাররা হলেন তাছিন মোড়ল (২২) ও সাব্বির ফারাজী (২৩)।

সিআইডির এলআইসি শাখা মঙ্গলবার রাজধানীর আশুলিয়া থানার গাজীর চট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বুধবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও খুনের নেপথ্যের কথা তুলে ধরেন এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

গত ৩১ মার্চ সকাল সাড়ে ১১টায় নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত হন রোহান।

এ ঘটনায় রোহানের বাবা সৈয়দ আবু তাহের পরদিন ১ এপ্রিল খুলনার ফুলতলা থানায় তাছিন মোড়ল ও সাব্বির ফারাজীসহ পাঁচজন এবং অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

নিহত কলেজ ছাত্র সৈয়দ আলিফ রোহান

নিহত কলেজ ছাত্র সৈয়দ আলিফ রোহান

তিনি বলেন, ঘটনার কিছুদিন আগে খুলনার ফুলতলা থানায় নিহত রোহানের বাড়ির পাশে রহমানিয়া এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। সেখানে গিয়ে শান্ত গাজীসহ বেশ কয়েকজন বিভিন্ন মেয়েকে উত্যক্ত করাসহ অনুষ্ঠানে হট্টগোল করতে থাকলে রোহান এলাকার অন্য ছেলেদের নিয়ে প্রতিবাদ করে।

এরপর গ্রেপ্তার তাছিন মোড়ল, সাব্বির ফারাজী ও পলাতক শান্ত গাজীসহ অন্যান্যরা সুযোগ বুঝে আলিফ রোহানকে ‘দেখে নেবে’ বলে হুমকি দেয়।

মুক্তা ধর বলেন, “গত ৩১ মার্চ রোহানকে এমএম কলেজ মাঠে একা পেয়ে সাব্বির ফারাজীর হুকুমে তাছিন মোড়ল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রোহানের বুকের ডান পাশে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলে অন্যান্য আসামি বিভিন্নভাবে তাকে আঘাত করে।”

গুরুতর আহত অবস্থায় কলেজের শিক্ষার্থীরা তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর রোহান মারা যায়।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।