চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার বেনফিকার মাঠে ৩-১ গোলে জিতে শেষ চারে এক পা দিয়েছে লিভারপুল। একই সঙ্গে মৌসুমে চার শিরোপা জয়ের অনন্য অর্জনের সম্ভাবনার পথে এগিয়ে গেছে আরেক ধাপ।
এফএ কাপের সেমি-ফাইনালও আগেই নিশ্চিত করেছে তারা। আর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়ছে সমানতালে। আট রাউন্ড বাকি থাকতে দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ১ পয়েন্টের, শীর্ষে আছে পেপ গুয়ার্দিওলার দল।
মৌসুমে চার শিরোপার সবকটি জয়ের লক্ষ্য পূরণ করা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ, তবে অসম্ভব নয়। এর আগে কেবল ম্যানচেস্টার ইউনাইটেড ‘কোয়াড্রপল’ জয়ের কাছাকাছি যেতে পেরেছিল। ১৯৯৮-৯৯ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে শেষ পর্যন্ত ‘ট্রেবল’ জয়ের স্বাদ পেয়েছিল দলটি।
গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি ২০১৮/১৯ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। ইউরোপ সেরার মঞ্চে কখনোই তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। সেবার তারা কমিউনিটি শিল্ডও জিতেছিল, তবে মূল কোয়াড্রপলের হিসেবে এক ম্যাচের শিরোপা লড়াইটি ধরা হয়নি।
লিভারপুলের সামনে সেই ইতিহাস গড়ার হাতছানি। তবে ‘অসম্ভব’ এই অভিযান নিয়ে ক্লপ বেশি ভাবতে চান না।
“না, এটা (বাস্তবসম্মত লক্ষ্য) নয়। কখনোই তা ছিল না। পরিকল্পনা করে এটা অর্জন করা যায় না, মৌসুম জুড়ে ঠাসা সূচি কাজটা কঠিন করে তোলে।’’
বিটি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ক্লপ বরং ম্যানচেস্টার সিটিকে বাকি আসরগুলোয় ফেভারিট হিসেবে উল্লেখ করেন।
“আমরা প্রথম প্রতিযোগিতা (লিগ কাপ) জিতেছি। একারণেই আমরা একমাত্র দল যারা কোয়াড্রপল জিততে পারি। ম্যানচেস্টার সিটি সম্ভবত ট্রেবলের জন্য ফেভারিট…।’’
প্রিমিয়ার লিগে আগামী রোববার সিটির মুখোমুখি হবে লিভারপুল। এর ছয় দিন পরেই এফএ কাপের সেমি-ফাইনালে আবারও মুখোমুখি লড়াইয়ে নামবে তারা।
আর লিভারপুল ও সিটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলে মুখোমুখি দেখা হবে আরও একবার।