সিলোন টুডের এক প্রতিবেদনে
বলা হয়, মঙ্গলবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেন
তিনি।
শ্রীলঙ্কার রাজনীতিতে প্রভাবশালী
রাজাপাকসে পরিবারের সদস্য নিরুপমা ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের পনি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন
মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।
বিশ্বের বহু রাজনীতিবিদ ও
ব্যবসায়ীদের গোপন সম্পদের গোমর ফাঁস করে দেওয়া প্যান্ডোরা পেপারসেও এসেছিল নিরুপমা
এবং তার স্বামী থিরুকুমার নাদেসানের নাম।
সেখানে বলা হয়েছিল, একটি
শেল কোম্পানির মাধ্যমে তারা গোপনে লন্ডন ও সিডনিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন।
দক্ষিণ এশিয়ার দ্রুত অগ্রসরমান
দেশ হিসেবে বিবেচিত শ্রীলঙ্কা এখন বিপুল ঋণের বোঝা আর বিদেশি মুদ্রার অভাবে দেউলিয়া
হতে বসেছে।
জ্বালানি তেল কিনতে না পারায়
দেশটিতে এখন বিদ্যুৎ মিলছে না, গাড়ি চালানো দুষ্কর হয়ে উঠছে, কাগজের অভাবে পরীক্ষা
নেওয়া যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানে, দ্রব্যমূল্য আকাশচুম্বী। এ পরিস্থিতিতে জনবিক্ষোভে
সরকারও পতনের দ্বারপ্রান্তে।
প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে
এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় সর্বদলীয়
সরকার গঠনের আহ্বান জানালেও বিরোধী দলগুলো তা মানছে না। মাহিন্দা রাজাপাকসে বাদে তার
মন্ত্রিসভার ২৬ সদস্যের সবাই ইতোমধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে রাজাপাকসে
পরিবারের অন্তত চার সদস্য রয়েছেন। তাদের দলও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।