ক্যাটাগরি

ঢাবির ভর্তি পরীক্ষার ফি এক লাফে বাড়ছে ৩৫০ টাকা

বিশ্ববিদ্যালয়
কর্তপক্ষের দাবি, বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার কারণে অতিরিক্ত খরচ বিবেচনায় এবার তা
বাড়ানো হয়েছে।

একই
যুক্তিতে গত ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০০ টাকা বাড়িয়ে আবেদন ফি ৬৫০ টাকা করা হয়েছিল।

বুধবার
বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ, আবেদনের যোগ্যতা
ও ফি নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার
বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাধ্যমিক
ও উচ্চমাধ্যমিকের ফলাফল অনুযায়ী নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে আগামী ২০ এপ্রিল থেকে ১০
মে পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

করোনাভাইরাস
মহামারীর মধ্যে ২০২১ সালে প্রথমবারের মত পরীক্ষার্থীদের সবাইকে ঢাকায় না এনে নিজ নিজ
বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্র স্থাপন করে ভর্তি পরীক্ষা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ।

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন, কমেছে যোগ্যতার শর্ত
 

পরীক্ষার্থীদের
যাতায়াত সমস্যা ও ভোগান্তি কমানোর বিষয় বিবেচনা করে এবারও বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে
কেন্দ্র স্থাপন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ডিনস কমিটির সভায়।

বিভাগীয়
শহরে ভর্তি পরীক্ষা নেওয়ায় গত ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০০ টাকা বাড়িয়ে আবেদন ফি ৬৫০ টাকা
করা হয়। এর আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪৫০ টাকা এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষ আবেদন ফি ছিল
৩৫০ টাকা।

এবার
২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ৬৫০ টাকা থেকে ১ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে।
এতে তিন বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি বাড়ছে ৫৫০ টাকা।

এবার
আবেদন ফি বাড়ানোর যৌক্তিকতা তুলে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস
এম মাকসুদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হওয়ায়
গত বছর আমরা ৬৫০ টাকা আবেদন ফি নিয়েছিলাম। কিন্তু সেই ফি দিয়ে খরচ সংকুলান হয়নি, ডিন
অফিসের টাকা খরচ করতে হয়েছে।

“আজকে
ডিনস কমিটির সভায় ডিনরা ফি বাড়ানোর প্রস্তাব করেন। গত বছরের অভিজ্ঞতা পর্যালোচনা করে
ডিনরা বলেছেন এই ফি ১ হাজার ২০০ টাকা বা ১ হাজার ৩০০ টাকা হলে যথাযথ হয়। সকলের কথা
শুনে উপাচার্য এই ফি এক হাজার টাকা করার সিদ্ধান্ত নেন।”

তিনি
বলেন, “বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ায় আমাদের লজিস্টিক ব্যয় বহুলাংশে বেড়ে যায়। পরীক্ষা
নিতে আমাদের শিক্ষকদের সেখানে যেতে হয়। বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা
পরীক্ষা নেন, তাদের টাকা-পয়সা দিতে হয়। গতবারের টাকায় তাদেরও অসন্তোষ ছিল। সে কারণে
বিভিন্ন বিষয় বিবেচনা করে এবার ফি বাড়ানো হয়েছে।”

ডিনস
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি
পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত
‘ক’ ইউনিট এবং ১১ জুন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে।


ছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
হবে। অংকন পরীক্ষার তারিখ পরে জানানো হবে।