তারল্য সংকটের প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায়
সপ্তাহের চতুর্থ দিন বুধবার অনেক
শেয়ারই সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে কেনাবেচা হতে দেখা গেছে। এ
দরেও ক্রেতার সংখ্যা ছিল অনেক কম। এমন প্রবণতায় দিন শেষে দর কমেছে প্রায় তিনশ
শেয়ারের।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতো
সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। তবে সিএসইতে লেনদেন কিছুটা
বেড়েছে।
দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের
দিনের চেয়ে ৩১ দশমিক ৮২ পয়েন্ট কমে ৬
হাজার ৬৬২ দশমিক ৪৮ পয়েন্টে নেমেছে।
ঢাকার বাজারে এদিন ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৮২ শতাংশ কম। মঙ্গলবার ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
লেনদেনের
এ পরিমাণ গত এক বছরের মধ্যে কম। এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছে ২০২১ সালের ১১
এপ্রিল। সেদিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকা।
ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার
ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ৪৪টির দর বেড়েছে, ২৯৩টির কমেছে এবং ৩৮টির
দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৫৬ দশমিক ২২ পয়েন্ট হয়েছে।
আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৪৫৯ দশমিক শূন্য ৩ পয়েন্ট।
লেনদেনের শীর্ষ ১০
লাফার্জহোলসিম, বেক্সিমকো লিঃ, কাট্টলী
টেক্সটাইল, বিবিএস,
বিবিএস ক্যাবলস,
সি পার্ল বিচ, অরিয়ন
ফার্মা, ভিএফএস
থ্রেড, মোজাফ্ফর
হোসেন স্পিনিং মিল ও নাহী অ্যালুমিনিয়াম।
দাম বাড়ার শীর্ষ ১০
জেএমআই হসপিটাল, কাট্টলী টেক্সটাইল, বিবিএস
ক্যাবলস, মোজাফ্ফর
হোসেন স্পিনিং মিল,
বিবিএস, ই-জেনারেশন, সানলাইফ ইন্স্যুরেন্স, আইটি
কনসালটেন্ট, তৌফিকা
ফুড ও কপারটেক ইন্ডাস্ট্রিজ।
সবচেয়ে বেশি দর হারানো ১০
মাইডাস ফাইন্যান্স, রহিমা ফুড, জিকিউ
বলপেন, ন্যাশনাল
টি, সোনালী
পেপার, বিডি
থাই, অ্যাপেক্স
স্পিনিং, জিবিবি
পাওয়ার, লিবরা
ইনফিউশন ও অগ্নি সিস্টেম।
এদিন সিএসইতে ২৭৩টি কোম্পানির শেয়ার
ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৫৭টির দর বেড়েছে, ১৯৬টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
বেশির ভাগ শেয়ারের দাম কমায় প্রধান সূচক সিএএসপিআই ৭৯ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৪০
শতাংশ কমে হয়েছে ১৯ হাজার ৫৬৭ দশমিক শূন্য ১ পয়েন্ট।
বুধবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮২ দশমিক ৩৩ শতাংশ বা ১০ কোটি ১৫ লাখ টাকা বেড়ে ২২ কোটি ৪৯ লাখ টাকা হয়েছে। আগের দিন যা ছিল ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।