বুধবার সকালে সদর উপজেলার মিরকাদিমের
কাঠপট্টি এবং নয়াগাঁও থেকে দুটি লাশ উদ্ধার করা হয় বলে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. রবিউল ইসলাম জানান।
নিহত দুই কিশোর হল- ভোলার লালমোহন উপজেলার
চরটেকিয়া গ্রামের আবুল কালামের ছেলে রিয়াম (১৭) ও মীরকাদিম পৌরসভার আলাউদ্দিনের
ছেলে আলমগীর (১৮)। দুজনের পরিবার উপজেলার রিকাবীবাজারের মাস্তান বাজারে ভাড়া থাকে।
এসআই রবিউল দুপুরে বলেন, “সোমবার
দুপুরে বাড়ি থেকে বন্ধুরা আলমগীর ও রিয়ামকে ডেকে নেয়। এলাকার পাঁচ বন্ধু একত্রিত হয়ে
স্থানীয় কাঠপট্টির ধলেশ্বরীর তীরে মাদক গ্রহণ করে। এরপর থেকেই দুজন নিখোঁজ ছিল।
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ২ কিশোরের লাশ উদ্ধার
সকালে কাঠপট্টির কাছে ধলেশ্বরীতে
রিয়াম এবং নয়াগাঁও স্কুলের কাছে আলমগীরের মরদেহ ভেসে উঠে। লাশ দুটি উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দুই কিশোরকে আটক করা
হলেও অপর এক কিশোর পলাতক রয়েছে বলে জানান এসআই।
নিহত আলমগীরের মা মালা বেগম ও
রিয়ামের মা ইয়ানুর বেগম অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে নেশা খাইয়ে পরিকল্পিতভাবে তাদের
সন্তানদের হত্যা করা হয়েছে।