ক্যাটাগরি

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, আটক ২

উপজেলার ইসদাইর রেললাইন সংলগ্ন
রাজ্জাকের ভাঙারি দোকানের সামনে বুধবার দুপুরে তাকে হত্যা করা হয় বলে ফতুল্লা
থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান।

নিহত শামিম মিয়া (৩০) মুন্সীগঞ্জের
শ্রীনগর থানার পাড়াগাঁও গ্রামের আলমগীর হোসেনের ছেলে। নারায়ণগঞ্জের দাপা ইদ্রাকপুর
এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে গ্যাস সিলিন্ডার বেচতেন তিনি।

শামিমের স্ত্রী বলেন, বেলা সাড়ে ১২টার
দিকে এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে জানান, তার স্বামীকে রাজ্জাকের ভাঙারির দোকানে
আটকে রেখে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা
হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন।

হত্যাকাণ্ডের পর দুইজনকে আটক করার কথা
জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন,
নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক
করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে
পুলিশ কাজ করছে বলে জানান ওসি।