বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি হলের সামনে কোর্ট ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন সিটি মেয়র মার্টি স্মল।
সম্মাননা সনদপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, মো. গিয়াসউদ্দীন, আটলান্টিক সিটির প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিলর মো. হোসাইন মোর্শেদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী।
সম্মাননা পেয়ে কমিউনিটির প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেলো বলে জানান তারা।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |