মুস্তাফিজ শফি।
রংধনু গ্রুপের এই সংবাদপত্রে তিনি ১ এপ্রিল
আনুষ্ঠানিকভাবে সম্পাদকের দায়িত্ব নিয়েছেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়।
সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে প্রতিদিনের
বাংলাদেশ পত্রিকাকে একটি আধুনিক ও দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে গড়ে তোলার অঙ্গীকার
করেছেন মুস্তাফিজ শফি।
মুস্তাফিজ শফি এর আগে তিন বছরের বেশি সময় দৈনিক
সমকালের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে গত ডিসেম্বরে ওই পদ থেকে ইস্তফা নেন।
তিনি বাংলাদেশের মুদ্রিত সংবাদপত্রগুলোর
সম্পাদকদের একটি সংগঠন সম্পাদক পরিষদের কোষাধ্যক্ষ।
১৯৮৮ সালে সাপ্তাহিক সিলেট সংবাদ ও লন্ডনের
সাপ্তাহিক সুরমায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন মুস্তাফিজ শফি। কাজ
করেছেন প্রথম আলো, কালের কণ্ঠ ও আমার দেশে।
১৯৭১ সালের ২০ জানুয়ারি সিলেটের বিয়ানীবাজারে মুস্তাফিজ
শফির জন্ম। বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী মুস্তাফিজ শফি কবি হিসেবেও পরিচিত।